পর্দা কি শুধু নারীদের জন্য?
শুধু নারীদের নয় নারী-পুরুষ উভয়কেই ইসলামে পর্দা করার নির্দেশ দেয়া হয়েছে।
অথচ পুরুষরা ভাবে পর্দা তো মেয়েদের ভুষণ। আবার কিছু কিছু মেয়েরাও ছেলেদের ঠাট্টা করে বলে লজ্জা হলো মেয়েদের ভুষণ। লাজ্জাশীলতা পর্দার অন্তর্ভুক্ত। মহান আল্লাহ বলেন,
অর্থঃ বলুন! ঈমানদার পুরুষদেরকে- তারা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে এবং তাদের শালীনতা হেফাযত করে। এটা তাদেরকে আরো পবিত্র ও পরিচ্ছন্ন করে তুলবে,আর আল্লাহ কিন্তু সব কিছুই জানেন যা তোমরা করো।(সুরা নুর,আয়াতঃ৩০)
নারীদের সম্পর্কে মহান আল্লাহ বলেন, হে নবী বলুন, ঈমানদার নারীদেরকে- তারা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে এবং তাদের লজ্জাস্থানসমুহের সংরক্ষণ করে এবং তাদের দৈহিক সৌন্দর্য ও অলংকারের প্রদর্শন না করে,তবে অনিবার্যভাবে যা খোলা থাকে তা ব্যতীত। তারা যেন তাদের বক্ষের ওপরে চাদর ঝুলিয়ে দেয় এবং প্রদর্শন না করে তাদের সৌন্দর্য, তাদের স্বামী,তাদের পিতা, তাদের স্বামীর পিতা এবং সন্তানদের ব্যতীত।(সুরা নুর,আয়াতঃ৩১)
লেখকঃ মোঃ আব্দুর রহমান
অথচ পুরুষরা ভাবে পর্দা তো মেয়েদের ভুষণ। আবার কিছু কিছু মেয়েরাও ছেলেদের ঠাট্টা করে বলে লজ্জা হলো মেয়েদের ভুষণ। লাজ্জাশীলতা পর্দার অন্তর্ভুক্ত। মহান আল্লাহ বলেন,
অর্থঃ বলুন! ঈমানদার পুরুষদেরকে- তারা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে এবং তাদের শালীনতা হেফাযত করে। এটা তাদেরকে আরো পবিত্র ও পরিচ্ছন্ন করে তুলবে,আর আল্লাহ কিন্তু সব কিছুই জানেন যা তোমরা করো।(সুরা নুর,আয়াতঃ৩০)
নারীদের সম্পর্কে মহান আল্লাহ বলেন, হে নবী বলুন, ঈমানদার নারীদেরকে- তারা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে এবং তাদের লজ্জাস্থানসমুহের সংরক্ষণ করে এবং তাদের দৈহিক সৌন্দর্য ও অলংকারের প্রদর্শন না করে,তবে অনিবার্যভাবে যা খোলা থাকে তা ব্যতীত। তারা যেন তাদের বক্ষের ওপরে চাদর ঝুলিয়ে দেয় এবং প্রদর্শন না করে তাদের সৌন্দর্য, তাদের স্বামী,তাদের পিতা, তাদের স্বামীর পিতা এবং সন্তানদের ব্যতীত।(সুরা নুর,আয়াতঃ৩১)
লেখকঃ মোঃ আব্দুর রহমান

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
সাহস করুন
সর্তকতা অবলম্বন করে কমেন্ট করুন