ফেসবুকে অপ্রয়োজনে মেয়েদের সাথে বন্ধুত্ব করা ও তাদের সাথে চ্যাটিং করা কি জায়েয?
ফ্রেন্ডশিপ মানে বন্ধুত্ব।যা একে অপরের প্রতি মহব্বত ও ভালবাসার নিদর্শন।কিন্তু ফেসবুকের যে ফ্রেন্ডশিপ হয়ে থাকে এর সাথে সত্যিকারের বন্ধুত্বের কোন সম্পর্ক নেই।এটি কেবল একটি বাহ্যিক বন্ধূত্ব।তবে অনেক সময় তা বাস্তবে রুপ নেয়।
আমাদের ফেসবুককে দেখতে হবে অফলাইনের জীবনের অবস্থা অনুপাতে। অফলাইনে যেমন বেগানা নারীর সাথে অহেতুক কথা বার্তা,তাদের সাথে দেখা করা,তাদের ছবি দেখা হারাম তেমনি অনলাইনেও তা হারাম।অর্থাৎ অপ্রয়োজনে মেয়েদের সাথে বন্ধুত্ব করা ও তাদের সাথে চ্যাটিং করা কোনটিই যায়েয হবে না।
মহান আল্লাহ বলেন,আর তোমরা তাঁর অর্থাৎ রাসূল সাঃ এর স্ত্রীগণের থেকে কিছু চাইলে তা পর্দার আড়াল থেকে চাইবে।এটা তোমাদের অন্তরের জন্য ও তাদের অন্তরের জন্য অধিকতর পবিত্রতার কারণ।সূরা আহযাব,আয়াত ৫৩।
আবু হুরাইরা রাঃ হতে বর্ণিত। রাসূল সাঃ বলেছেন,চোখের জিনা হল দৃষ্টিপাত,কর্ণদ্বয়ের জিনা হল যৌন উদ্দীপক কথাবার্তা মনোযোগ সহকারে শোনা,জিহ্বার জিনা হল সুড়সুড়িমুলক কথপকথন,হাতের জিনা হল গায়রে মাহরমকে ধরা বা স্পর্শকরণ আর পায়ের জিনা হল খারাপ উদ্দ্যেশে চলা।সহীহ মুসলিম,২৬৫৭,মুসনাদে আহমাদ,৮৯৩২।
লেখকঃ মোঃ আব্দুর রহমান

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
সাহস করুন
সর্তকতা অবলম্বন করে কমেন্ট করুন