শয়তান মানুষকে বিভিন্ন কারনে আত্নহত্যা করার জন্য প্রলুব্ধ করে।
শয়তান মানুষকে বিভিন্ন কারনে আত্নহত্যা করার জন্য প্রলুব্ধ করে।বাস্তবেও দেখা যাচ্ছে অনেকে প্রেম,ভালবাসায় ব্যর্থ হয়ে আত্নহত্যা করে বসে।তাই যে ব্যক্তি নিজের মধ্যে এ ধরণের কুচিন্তা অনুভব করবে তার কর্তব্য হলো নবী সাঃ এর বাণী স্মরণ করা এবং নিজের জীবনকে বিনাশ করা থেকে বিরত থাকা।
আবু হুরায়রা রাঃ হতে বর্ণিত।তিনি বলেন,রাসূলুল্লাহ সাঃ বলেছেন,যে ব্যক্তি কোন ধারালো অস্ত্র দ্বারা আত্নহত্যা করবে জাহান্নামের মধ্যে সে অস্ত্র দ্বারা সে নিজের পেটে আঘাত করতে থাকবে,এভাবে তথায় সে চিরকাল অবস্থান করবে।আর যে ব্যক্তি বিষপানে আত্নহত্যা করবে সে জাহান্নামে আগুনের মধ্যে অবস্থান করবে এবং বিষপান করতে থাকবে,এভাবে তথায় সে চিরকাল অবস্থান করবে।আর যে ব্যক্তি পাহাড় থেকে পড়ে আত্নহত্যা করবে,সে ব্যক্তি সর্বদা পাহাড় থেকে নিচে গড়িয়ে জাহান্নামে আগুনে পড়তে থাকবে,এভাবে সে ব্যক্তি তথায় চিরকাল অবস্থান করবে।(সহীহ মুসলিম,হা:৩১৩;তিরমিযী,হা:২০৪৩)
লেখকঃ মোঃ আব্দুর রহমান

জাজাকাল্লাহ খাইরান
উত্তরমুছুন