ভালবাসার শিরক কেমনে হয় জেনে নিন

হে কাপুরুষ নারীর জন্য তুমি কিসের ভালবাসা দেখাও?যেনে রাখ অফুরন্ত ভালবাসা একমাত্র আল্লাহর প্রাপ্য। যুবক যুবতি নিজেদের মধ্যে যে ভালবাসা তৈরি করে তা একমাত্র আল্লাহর প্রাপ্য। মহান আল্লাহ বলেন,আর এমনও লোক রয়েছে যারা অন্যান্যকে আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করে এবং তাদের প্রতি তেমনি ভালবাসা পোষণ করে যেমন আল্লাহর প্রতি ভালবাসা হয়ে থাকে।সূরা আহযাব,১৬৫। নারীর প্রতি ভালবাসায় অন্ধ হয়ে তুমি সারাক্ষণ নারীর কথা ভাবো আর তাদের জন্য ফেসবুকে রোমান্টিক পোষ্ট দিয়ে নিজেকে মজনু ভাবো!!! মহান আল্লাহ বলেন,আর মানুষের মধ্যে কেউ কেউ আল্লাহ ছাড়া অন্যকে আল্লাহর সমকক্ষরূপে গ্রহণ করে এবং আল্লাহকে ভালবাসার মত তাদেরকে ভালবাসে!! কিন্তু যারা আল্লাহর প্রতি ঈমানদার তাদের ভালবাসা ওদের তুলনায় বহুগুন বেশি।আর কতইনা উত্তম হত যদি এ জালেমরা পার্থিব কোন কোন আযাব প্রত্যক্ষ করেই উপলব্ধি করে নিত যে,ক্ষমতা শুধুমাত্র আল্লাহরই জন্য এবং আল্লাহর আযাবই সবচেয়ে কঠিনতর।(সূরা বাকারা:১৬৫) একজন পুরুষ নারীর প্রতি তখনই আকৃষ্ট হয় যখন তারা পর্দা লঙ্ঘন করে। মহান আল্লাহ বলেন,হে নবী পত্নীগণ! তোমরা অন্য নারীদের মত নও!যদি তোমরা আল্লাহকে ভয় কর,তবে পরপুরুষের সাথে কোমল ও আকর্ষণীয় ভঙ্গীতে কথা বলো না,ফলে সেই ব্যক্তি কুবাসনা করে যার অন্তরে ব্যাধি রয়েছে।তোমরা সঙ্গত কথাবার্তা বলবে।সূরা আহযাব,৩২। অতএব তোমরা তাকওয়া অর্জন কর এবং একমাত্র আল্লাহকেই ভালবাসো। মহান আল্লাহ বলেন,আর নিশ্চয় আল্লাহ মুত্তাকিদের ভালবাসেন। সূরা আল ইমরান,৭৬। ➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖ ♦Md Abdur Rahman♦

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ফেসবুকে অপ্রয়োজনে মেয়েদের সাথে বন্ধুত্ব করা ও তাদের সাথে চ্যাটিং করা কি জায়েয?

শয়তান মানুষকে বিভিন্ন কারনে আত্নহত্যা করার জন্য প্রলুব্ধ করে।