প্রচলিত জান্নাতে যাওয়ার একটি দোয়াঃ

জান্নাতে যাওয়ার দোয়াটি একটিবার হলেও পড়ো এবং ২০ জনকে পাঠিয়ে দাও। তাহলে আগামি ৩ দিনের মধ্যে ভাল খবর শুনতে পাবে। দোয়াটি হলোঃ "বিসমিল্লাহি ওয়া'আলা মিল্লাতি রাসূলিল্লাহ"। 



আমরা এই মেসেজটা প্রায়ই পেয়ে থাকি।আবার অনেকে সওয়াবের আশায় এসব বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্রচার করতেছে। অথচ এই দোয়াটি আদৌ জান্নাতে যাওয়ার দোয়া নয়।

কেননা একটি হাদিসে এসেছে হিশাম ইবন আম্মার (র)……সায়ীদ ইবন মুসায়্যিব (র) থেকে বর্ণিত । তিনি বলেন, আমি ইবন উমর (রা) এর সঙ্গে এক জানাযায় উপস্থিত ছিলাম । যখন তিনি কবরে লাশ রাখেন তখন বলেনঃ বিসমিল্লাহি ওয়া আঁলা মিল্লাতি রাসূলিল্লাহ । কবরের উপর মাটি সমান করে দেওয়ার সময় আমি বললামঃ হে ইবন উমর! আপনি কি এ কথা রাসুলুল্লাহ (সা) থেকে শুনেছেন, না আপনার নিজের থেকে বলেছেন?তখন তিনি বললেনঃ আমি এরুপ বলার সামর্থ্য রাখি কেননা আমি একথা রাসুলুল্লাহ (সা) থেকে শুনেছি ।(সুনানে ইবন মাজা, হাদীস নং- ১৫৫৩)

সুতরাং যেসব ব্যক্তি এই দোয়াকে জান্নাতের দোয়া বলেন তাদের এ কথা একেবারে ভিত্তিহীন আর যারা সওয়াবের আশায় এসব প্রচার করছে তারা নিঃসন্দেহে বিদআত করছে। কেননা দ্বীনের মধ্যে নতুন কিছু সৃষ্টি করাই হলো বিদআত,আর বিদআতকারীর ফরয ইবাদত ও নফল ইবাদত কবুল হবে না।(বুখারী,কিতাবুল জিযিয়াহ, হাঃ ৩১৮০)

লেখকঃ মোঃ আব্দুর রহমান

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ফেসবুকে অপ্রয়োজনে মেয়েদের সাথে বন্ধুত্ব করা ও তাদের সাথে চ্যাটিং করা কি জায়েয?

শয়তান মানুষকে বিভিন্ন কারনে আত্নহত্যা করার জন্য প্রলুব্ধ করে।

ভালবাসার শিরক কেমনে হয় জেনে নিন