হে যুবক কাকে দেখে ক্রাস খাও?

হে কাপুরুষ যুবক!! দুনিয়ার অর্ধ উলঙ্গ নারীকে দেখে তুমি ক্রাস খাও!!! অথচ মহান আল্লাহ জান্নাতে তোমার জন্য হুর তৈরি করে রেখেছে!!


হুরদের বৈশিষ্ট্যগুলো হলো:

মহান আল্লাহ হুরদের সৌন্দর্যের বর্ণনা করেছেন এভাবে.....তারা যেন হিরা ও মণিমুক্তা।(সূরা আর রাহমান-৫৮) তারা যেন সংরক্ষিত মণিমুক্তা(সূরা ওয়াকিয়া-২৩) তারা যেন সংরক্ষিত ডিম(সূরা সাফফাত-৪৯)

রাসূল সাঃ বলেন,যদি জান্নাতি কোন মহিলা যমীনের দিকে উকি মারে তবে আসমান ও যমীনের মধ্যবর্তী স্থান আলোকিত হয়ে যাবে এবং সমগ্র পৃথিবী সূগন্ধিময় হয়ে যাবে।আর জান্নাতি মহিলার মাথার ওড়না দুনিয়া ও এর মধ্যে যা আছে তার চেয়ে উত্তম।(বুখারি)

তারা হবে সোহাগিনী,সমবয়স্কা।অর্থাৎ তারা সৌন্দর্যশীলা,লাবন্যময়ী,সোহাগিনী এবং স্বামীর প্রতি আকৃষ্ট।(সূরা ওয়াকিয়া-৩৭) মুত্তাকীদের জন্য রয়েছে সমবয়স্কা যুবতি।(সূরা নাবা-৩৩) অতএব তোমরা তাকওয়া অর্জন কর।

লেখকঃ মোঃ আব্দুর রহমান

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ফেসবুকে অপ্রয়োজনে মেয়েদের সাথে বন্ধুত্ব করা ও তাদের সাথে চ্যাটিং করা কি জায়েয?

শয়তান মানুষকে বিভিন্ন কারনে আত্নহত্যা করার জন্য প্রলুব্ধ করে।

ভালবাসার শিরক কেমনে হয় জেনে নিন