বিচ্ছিন্ন আহলেহাদীছ



প্রকৃত অর্থে কিছু আহলেহাদীছ আছেন যারা অতীত বর্তমান সর্বক্ষেত্রে বংশীয় আহলেহাদীছ। আর কিছু আহলেহাদীছ রা অতীত বর্তমান সর্বক্ষেত্রে সংগঠনের সাথে জড়িত আহলেহাদীছ।

 যখন একজন মানুষ সংগঠনের ভিতর থাকেন তখন তারা নিজকে দাম্ভিকতার সাথে জনসম্মুখে প্রকাশ করতে পারে না। নিজের প্রচার প্রচারণা করতে পারে না।

 নিজের জনপ্রিয়তা অর্জন করতে পারে না। বর্তমান সময়ে কিছু তথাকথিত আহলেহাদীছ যারা বিভিন্ন স্থানে মাহফিল এর আয়োজন করেন শুধুমাত্র নিজেদের ঢালাও ভাবে প্রচার প্রচারণা করার জন্য। তারা বলেন সংগঠন করা যাবে না। 

কিন্তু তারা সংগঠনের বক্তা ছাড়া তাদের প্রোগ্রামে বক্তা খুঁজে পান না।  তারা সেই সংগঠনের মাসিক পত্রিকা পড়ে তা হতে বক্তব্য দেন। অথচ বলেন সংগঠন যারা করে তারা ইসলাম বুঝে না। তার একটি এলাকা তে ১০-১২ জন কে দাওয়াত দিয়ে নিজেদের বড় দায়ী ইল্লাল্লাহ মনে করতে শুরু করেন। এরপর তারা আর সংগঠনে প্রবেশ নিজেরাও করেন না এবং তাদের সাথের কাউকে প্রবেশ করতে দেন না। 


কারণ যদি মানুষ কে সংগঠনের কথা বলে দিলে তাদের হাত থেকে তাদের বানানো মুরীদ গুলো ছুটে যাবে এই ভয়ে। তাদের যে নিজস্ব জনপ্রিয়তা প্রয়োজন কিন্তু সংগঠনের নিয়ন্ত্রণে তাদের মুরীদ রা চলে গেলে তাদের পীর তন্ত্র ধসে পড়বে। বিদ্ধস্থ হয়ে পড়বে তাদের অস্তিত্ব। নিজেদের জ্ঞানী জাহির করতে সকল কে সংগঠন হতে বিমুখতা করাই হলো একমাত্র মাধ্যম। 

নিজের জনপ্রিয়তা অর্জন করতে হলে কখনোই সংগঠনের নিয়ন্ত্রণে থাকা যাবে না। এজন্য একদল মুসলিম যারা তথাকথিত আলেম সমাজের বিতর্কিত মন্তব্য গুলো কে উত্থাপন করে নিজেদের শ্রেষ্ঠ মুসলিম আহলেহাদীছ বলে দাবি করেছে। 

তাদের উদ্দেশ্য এই বিচ্ছিন্নতার মাধ্যমে নিজেদের জনসম্মুখে জাহির করা নীজের জ্ঞান সমৃদ্ধ প্রমাণ করা। এভাবে এদের মতো কিছু আহলেহাদীছ দের জন্য আহলেহাদীছ দের সর্বোচ্চ নেতারা বিতর্কিত হচ্ছে।

 এদের কার্যক্রম নিঃসন্দেহে আহলেহাদীছ কে ব্যবহার করে নিজকে জাহির করাই এদের একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য। এদের হতে সাবধান যারা  কোন নির্দিষ্ট আলেম এর অনুসারী যারা নিজেদের জাহির করতে আহলেহাদীছ করে থাকে বিনা সংগঠনে বিচ্ছিন্ন ভাবে দাওয়াতি কাজ করে নিজেদের জাহির করে থাকে।

- Muhammad Saleh Ahmed Shaon 

মন্তব্যসমূহ

  1. ওয়া আলাইকুমুস সালাম
    আপনার আর্টিকেল এর সঠিক তুলে ধরেছেন ভাই
    জাযাকাল্লাহ খায়ের

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
সাহস করুন
সর্তকতা অবলম্বন করে কমেন্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ফেসবুকে অপ্রয়োজনে মেয়েদের সাথে বন্ধুত্ব করা ও তাদের সাথে চ্যাটিং করা কি জায়েয?

শয়তান মানুষকে বিভিন্ন কারনে আত্নহত্যা করার জন্য প্রলুব্ধ করে।

ভালবাসার শিরক কেমনে হয় জেনে নিন