মোবাইল ফোনের অপব্যবহার ও এর কুপ্রভাবঃ
বর্তমানে মোবাইল ফোন 📱এর মাধ্যমে একদিকে যেমন উপকার সাধিত হয়েছে তেমনি অন্যদিকে এর অপব্যবহারের মাধ্যমে সমাজে দ্রুত ফেতনা সৃষ্টি হয়েছে।
মোবাইল আবিষ্কাকের আগে চিঠির 📨 মাধ্যমে প্রেমালাপ করা হতো। তখন এই অবৈধ সম্পর্ক তেমন বিস্তার লাভ করিনি।কিন্তু এখন মোবাইলের 📱 মাধ্যমে দ্রুত অবৈধ সম্পর্কের বিস্তার ঘটেছে। ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে সহজেই এই অবৈধ সম্পর্ক বিস্তার লাভ করছে। ফলে যেনার মত পাপ সহজতর হয়েছে।
এছাড়াও ইন্টারনেটে অশ্লীল ভিডিও এতটাই ছড়িয়েছে যে, ফেসবুক কিংবা ইউটিউব এ লগ ইন করলেই নগ্ন ছবি সামনে ভেসে ওঠে। একারনে অনেকেই পর্ন আসক্তিতে জড়িয়ে পড়েছেন। বিজ্ঞানীরা বলছে যারা এসব পর্ন ছবি দেখে তাদের দেহে মাদকের মতো ক্ষতিকর প্রভাব সৃষ্টি হয়। ফলে তাদের মস্তিষ্কের এমন কিছু কোষ ধ্বংস হয়ে যায় যা তাদের ভাল-মন্দ সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা নষ্ট করে দেয়।
তাছাড়াও অনেকেরই মোবাইলে গেমস খেলার প্রতি আগ্রহ রয়েছে। যা তাদের সময় ও টাকার অপচয় ঘটায়। এসব গেমস এর প্রতি আসক্তি এর ফলে মানুষের চিন্তা শক্তি কমে যায় ও বুদ্ধির বিকাশ বাধাগ্রস্ত হয়।ইসলামে এসব কাজ হারাম। কেননা মুহাম্মাদ সাঃ বলেছেন, যে লুডু,দাবা,পাঞ্জা,ক্যারাম, গেমস এসব খেলায় অংশগ্রহণ করল, সে তার হাতকে শুকুরের রক্তের মাঝে প্রবেশ করিয়ে দিল। (মুসলিম ২৬৬০; আবূ দাউদ ৪৯৩৯; ইব্নু মাজাহ্ ৩৮৩১)
অতএব প্রত্যেকেরই উচিত তার 📱 ফোনটাকে এসকল অহেতুক কাজে ব্যবহার না করা ও অশ্লীলতা হতে দূরে রাখা।
লেখকঃ মোঃ আব্দুর রহমান
মোবাইল আবিষ্কাকের আগে চিঠির 📨 মাধ্যমে প্রেমালাপ করা হতো। তখন এই অবৈধ সম্পর্ক তেমন বিস্তার লাভ করিনি।কিন্তু এখন মোবাইলের 📱 মাধ্যমে দ্রুত অবৈধ সম্পর্কের বিস্তার ঘটেছে। ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে সহজেই এই অবৈধ সম্পর্ক বিস্তার লাভ করছে। ফলে যেনার মত পাপ সহজতর হয়েছে।
এছাড়াও ইন্টারনেটে অশ্লীল ভিডিও এতটাই ছড়িয়েছে যে, ফেসবুক কিংবা ইউটিউব এ লগ ইন করলেই নগ্ন ছবি সামনে ভেসে ওঠে। একারনে অনেকেই পর্ন আসক্তিতে জড়িয়ে পড়েছেন। বিজ্ঞানীরা বলছে যারা এসব পর্ন ছবি দেখে তাদের দেহে মাদকের মতো ক্ষতিকর প্রভাব সৃষ্টি হয়। ফলে তাদের মস্তিষ্কের এমন কিছু কোষ ধ্বংস হয়ে যায় যা তাদের ভাল-মন্দ সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা নষ্ট করে দেয়।
তাছাড়াও অনেকেরই মোবাইলে গেমস খেলার প্রতি আগ্রহ রয়েছে। যা তাদের সময় ও টাকার অপচয় ঘটায়। এসব গেমস এর প্রতি আসক্তি এর ফলে মানুষের চিন্তা শক্তি কমে যায় ও বুদ্ধির বিকাশ বাধাগ্রস্ত হয়।ইসলামে এসব কাজ হারাম। কেননা মুহাম্মাদ সাঃ বলেছেন, যে লুডু,দাবা,পাঞ্জা,ক্যারাম, গেমস এসব খেলায় অংশগ্রহণ করল, সে তার হাতকে শুকুরের রক্তের মাঝে প্রবেশ করিয়ে দিল। (মুসলিম ২৬৬০; আবূ দাউদ ৪৯৩৯; ইব্নু মাজাহ্ ৩৮৩১)
অতএব প্রত্যেকেরই উচিত তার 📱 ফোনটাকে এসকল অহেতুক কাজে ব্যবহার না করা ও অশ্লীলতা হতে দূরে রাখা।
লেখকঃ মোঃ আব্দুর রহমান

জাযাকাল্লাহ খায়ের
উত্তরমুছুন