অন্ধ অনুসরণ
হুজুর ইলম দিয়ে মানুষকে একদিকে যেমন বিভ্রান্ত করছে আবার আরেকদিকে মানুষকে খুশি করার জন্য ইচ্ছামত ফতোয়া দিচ্ছে। এছাড়াও কেউ আবার করছে হুজুর পুজা ,কেউ করছে শায়েখ পুজা আর কেউ করছে পীর পুজা । হুজুরকে রবের আসনে বসিয়ে ভাবছে হুজুর যা বলে সেটাই ঠিক। কুরআন-হাদিসে কি আছে সেটা দেখার প্রয়োজন মনে করে না। কেউ আবার ইমামকে পুজা করছে। সবাই যে দেখছি শিরকের সাগরে হাবুডুবু খাচ্ছে অথচ মানুষ এটাকে গুরুত্বই দেয় না। মনে করছে আমার হুজুরই আমাকে শাফায়াত করবে, আমার ইমামই আমাকে শাফায়াত করবে!! আমার পীরই আমাকে শাফায়াত করবে। কখনোই না। কস্মিনকালেও এটা সম্ভব হবে না৷ যেখানে আদম আঃ থেকে শুরু করে মুহাম্মদ সাঃ ব্যতীত প্রত্যেকটি নবীই শাফায়াত করতে পারবে না সেখানে আপনার ইমাম হানিফা, ইমাম শাফেয়ী, ইমাম হাম্বলি,ইমাম মালেকি করবে শাফায়াত। আপনার হুজুর করবে শাফায়াত, আপনার পীর করবে শাফায়াত। আপনার ইসলামি স্কলার করবে শাফায়াত! যদি তারা শাফায়াতই করতে না পারে তাহলে কেন তাদের অন্ধ অনুসরণ করছেন? কেন তাদের পুজা করছেন? হুজুর যা বলে তাই ঠিক। কেন হুজুর কি ফেরেশতা নাকি!! ইমামদের অন্ধ অনুসরণ করছেন কেন? ইমামদের পুজা করা বন্ধ করুন...